সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে, বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনস্থ সীমান্তবর্তী, ভোমরা গাজীপুর বৈকারী কালিয়ানী কাকডাঙ্গা মাদরা হিজলদী বিওপির দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনস্থ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে গত ২১ জানুয়ারী হতে ২৭ জানুয়ারী পর্যন্ত পৃথক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৭৩৫ পিস ভারতীয় ইয়াবা, ২৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৮০ বোতল ভারতীয় মদ আটক করে দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোর রুমে জমা হয়েছে।
দেশের তরুণ যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যোগে বিজিবির এরুপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
Leave a Reply