মিরু হাসান বাপ্পী
বগুড়া জেলা সংবাদদাতা
১৭ অগাস্ট ২০২২খ্রিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আশরাফুল ইসলাম (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভে স্কুলের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুল ইসলাম সান্তাহার পৌর শহরের কলসা সাঁতাহার গ্রামের মৃত- সিরাজুল ইসলামের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক আজিমুল ইসলাম জানান, অস্ত্র আইনে মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা আসামি আশরাফুল ইসলাম পালিয়ে ছিলেন।
তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর হয়েছে।
Leave a Reply