চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত এসআই/ মোঃ মনির হোসেন, নারী এএসআই/শিউলি খাতুন অদ্য ২৪.০৭.২০২২ খ্রিঃ সকাল ১১ ঘটিকায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অনুমতিক্রমে বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম, নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, বাল্য বিবাহ প্রতিরোধ,নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বর্জনীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন।
নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে কর্মরত নারী এএসআই শিউলি খাতুন ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ যুগের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম। মানুষকে সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করার পাশাপাশি প্রতিনিয়তই একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। সেই কাজটি অত্যন্ত সহজতর করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অপরিসীম। বছর দশেক আগেও যেখানে মানুষ ফোনালাপ, ই-মেইল আদান-প্রদান কিংবা ফ্যাক্স মেশিন ব্যবহারের মাধ্যমে দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করত, আজ সে জায়গার অনেকাংশ দখল করে নিয়েছে নানাবিধ সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির অংশ হিসেবে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যমের মধ্যে ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি।আমাদের দৈনন্দিন জীবনের প্রায় পুরোটা জুড়েই আছে সামাজিক মাধ্যমের আনাগোনা। সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৭০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত রয়েছে। তরুণদের মধ্যে এ হার আরও বেশি, প্রায় ৯০ শতাংশ। বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে ৮০ শতাংশ মানুষের রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট।ইদানিং লক্ষ্য করা যাচ্ছে,উঠতি বয়সী কোমলমতি শিক্ষার্থীরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এ পরিচিত হয়ে কিছু কুরুচি সম্পন্ন বন্ধুদের মাধ্যমে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একে অপরের সাথে পরিচিত হয়ে ব্যক্তিগত ছবি আদান প্রদান করছে। পরবর্তীতে সেই ব্যক্তিগত ছবি বা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হুমকি দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়াসহ সামাজিকভাবে বিভিন্ন ধরণের হয়রানী করছে। ফেসবুকে ছেলে মেয়ে সব ধরণের বন্ধু থাকা স্বাভাবিক। বন্ধু নির্বাচনে সবাইকে সতর্ক থাকতে হবে। সুস্থ্য মানুষিকতার বন্ধু কখনই আপনার ব্যক্তিগত ছবি চাইবে না। আজ ভাল সম্পর্ক আছে, আগামীকাল নাও থাকতে পারে। সম্পর্ক যখন অবনতি হবে, তখন আপনার ছবি ব্যবহার করে আপনাকে ব্লাকমেইল করতে পারে। উঠতি বয়সী মেয়েরা অজানা, অচেনা, অপরিচিত ছেলেদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে বাবা মায়ের অবাধ্য হয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। পরবর্তীতে বেশিরভাগ সময় দেখা যায় মেয়েটিসহ মেয়েটির পরিবার বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখিন হতে হয়। আমাদের প্রত্যেকের সামাজিক যোগাযোগ মাধ্যম যতটুকু প্রয়োজন,ঠিক ততটুকুই ব্যবহারে সীমাবদ্ধ থাকা উচিৎ। এ ধরণের প্রতারণার স্বীকার হলে নির্ভয়ে দ্রুত পরিবারকে জানান, পুলিশের সহযোগীতা নিন।
Leave a Reply