পটুয়াখালী: পৌরসভা/ইউনিয়ন এ প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করার মাধ্যমে মেয়র/চেয়ারম্যানদের সম্মানহানি নয় বরং তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন এলজিআরডি মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার (১২ অক্টোবর) পটুয়াখালী জেলায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সফরকালে জেলা পরিষদ বাস্তবায়িত ‘শেখ রাসেল শিশু পার্ক’ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এলজিআরডি মন্ত্রী জানান, অনেকে অভিযোগ করেন পৌরসভায় সিইও নিয়োগ দেওয়ায় মেয়র/চেয়ারম্যানদের সম্মানহানি করা হয়েছে। কিন্তু সিইও নিয়োগের মাধ্যমে সম্মানহানি নয় মেয়র ও চেয়ারম্যানদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন এর উন্নয়ন ত্বরান্বিত হবে। মেয়রদের সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদান এবং মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেই সিইও নিয়োগ দেওয়া হয়েছে। কাউকে ছোট করার জন্য এটা করা হয়নি।
সম্প্রতি পৌর আইন সংশোধন সম্পর্কে তাজুল ইসলাম জানান, এই আইন সংশোধনের উদ্দেশ্য হলো অনেক জায়গায় নানা জটিলতার কারণে ১৫ থেকে ২৫ বছর পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এই সমস্যা সমাধানে আইনে পরিবর্তন আনা হয়েছে। ইউনিয়ন পরিষদেও এরকম কিছু জটিলতা রয়েছে এজন্য আইনে পরিবর্তন আনা দরকার।
এর আগে, জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এক সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ ও ২ আসনের সাংসদ শাহজাহান মিয়া, আ স ম ফিরোজ ও সংরক্ষিত সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন সহ এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবদুর রশিদ খান।
পটুয়াখালীতে সফরকালে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন লোহালিয়া সেতুর নির্মাণ কাজ পরিদর্শন এবং পটুয়াখালী পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা খান মোশারেফ হোসেন সেতুরও উদ্বোধন করেন।
বিকেলে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও পটুয়াখালী ৪ এর সাংসদ মহিবুর রহমান মহিব একত্রে কলাপাড়া উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করেন।
Leave a Reply