“”””””””””””””””””””””””””””””””””””””””””
রিপোর্ট > এস এম মজনু সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের দত্তবাড়ী কারিগর পাড়া ৩ হাজার মানুষের বসবাস। তাদের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বর্ষা এলে বাড়ে দুর্ভোগ। ঝড়বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে সাঁকো পারাপার। চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল-কলেজের ছেলেমেয়েদেরও। সাঁকোর উত্তর পারে রয়েছে একটি মসজিদ ও দক্ষিণ পারে রয়েছে একটি কবরস্থান কেউ মারা গেলে মৃত ব্যক্তিকে কবরস্থানে আনতে পোহাতে হয় দুর্ভোগ। বছরের পর বছর একটি ব্রিজের অপেক্ষায় গ্রামবাসীর।
এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচন আসলে নেতা আর কর্মীদের মুখে শুধু কথার ফুলঝুরি ফোটে। নির্বাচন শেষ হলে তাদের আর সাক্ষাৎ মেলে না। বছরের পর বছর শুধুই আশ্বাস আর আশ্বাস। একটি পাকা ব্রিজের অভাবে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছেন। ব্রিজ যে কবে নাগাদ হবে তা কেউ জানেন না।
সেতু না থাকায় যাতায়াত, উৎপাদিত কৃষিপণ্য বাজারে আনা-নেয়া, অন্যান্য মালামাল বহনে ভোগান্তির শেষ নেই। শুধু বাঁশের একটি সাঁকো দুই পারের মানুষের একমাত্র ভরসা। ফলে কৃষিসমৃদ্ধ এই এলাকায় আজও তেমন আধুনিকতার ছোঁয়া লাগেনি। এখানে একটি ব্রিজ নির্মিত হলে শিক্ষার্থীসহ এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে।
কাজীঃ বাকী ডাক্তার ,ইউপি সদ্স্য মোঃ রফিকুল ইসলাম , হাজী সাইফুল ইসলাম, পত্রিকা বিক্রেতা মোঃ ফজলার হোসেন, হোসেনসহ কয়েকজন বলেন, খালটি মাত্র ৫০ ফুট। শত বছর যাবত খালটির ওপরে বাঁশের সাঁকো দিয়ে দুই পারের মানুষের যাতায়াত। সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বাররা পাকা ব্রিজের আশ্বাস দিলেও কেউ ব্রিজটি করে দিচ্ছেন না। আমরা চাই একটি ব্রিজ।
Leave a Reply