এস এম মজনু, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের দুই পাশের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।
রোববার সকাল ১১ টা থেকে বগুড়া-নগরবাড়ী মহসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে পাড়কোলা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা (সওজ) এর উপসচিব মোঃ কামরুজ্জামান ও সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু মনসুর আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, মহাসড়কে পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের এসব ছোট বড় কাচা পাকা স্থাপনা অপসারনে সড়ক বিভাগ থেকে ২০ জুলাই নোটিশ প্রদান করা এবং মাইকিং করা হলেও তারা নিজ উদ্যেগে অপসারন না করায় রোববার সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
এদিকে সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চলাকালে শতশত উৎসুক জনতা ভীড় জমায় বিসিক বাসস্ট্যান্ডে। যেকোন পরিস্থিতি সামাল দিতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়।
Leave a Reply