কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্টের সি পি আই এম এর জেলা কমিটির ডাকে বারুইপুর জেলা ডি এল সি ঘেরাও কর্মসূচি পালন করেন। এদিন ভারতের লোকসভার সাবেক এম পি এবং পশ্চিম বাংলার বামফ্রন্টের নেতা শ্রী সুজন চক্রবর্তী ও জেলা সি পি আই এম এর জেলা কমিটির সম্পাদক কমরেড দীপঙ্কর শীলের নেতৃত্ব ডি এল সি অফিস ঘেরাও করেন। তারা বর্তমান পরিস্থিতি তে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি এবং বেকার যুবক ও কৃষকদের কাজের দাবি জানান। এবং তারা কেন্দ্রীয় সরকারের অপদার্থের তথ্য তুলে ধরেন। সাথে সাথে পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতা ও মন্রীদের দুর্নীতির কথা তুলে ধরেন। পশ্চিম বেকার যুবক ও যুবতীদের এস এস সি সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ও ছাত্রীদের বঞ্চিত করে অকৃতকার্য প্রার্থীদের অর্থের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়টি তুলে ধরেন। সেই আর্থিক কেলেঙ্কারির জেরে আজ পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হাজতে গিয়েছে তা সমাবেশে বক্তব্য রাখেন। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বামফ্রন্টের নেতা ও সাবেক লোকসভার সদস্য শ্রী অনাদি সাহূ এবং কমরেড দেবাশীষ দে।এছাড়াও বারুইপুর জেলা বামফ্রন্টের বিভিন্ন এরিয়া কমিটীর সদস্যরা।!
Leave a Reply