কে এম শহীদুল সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নুরুল ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে নুর আলম (৩০) নামে এক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু হয়েছে বলে যানা জায় সে হাজী আব্দুল মন্নানের ছেলে । ঘটনাটি ঘটে ২৯জুলাই বৃহস্প্রতিবার ভোর রাতে সুরমা ইউনিয়নের সৈয়দপুর মধ্যপাড়া গ্রামের হাজী আব্দুল মন্নানের বসত বাড়িতে । খবর পেয়ে ঐ দিন সকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রহস্য জনক মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে এই মৃত্যুর কারন এখনও জানা যায়নি প্রাথমিক ভাবে পুলিশের ধারনা আত্মহত্যা বলে যানাযায়। বুধবার সন্ধাঁরাতে নুর আলমের বাড়িতে ১৫/২০জন মিলে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করার চেষ্টা করে এবং নুর আলম ও তার ভাইদের হুমকি প্রদান করে প্রাণে মারার জন্য একটি চক্র। সকাল হতেই নুর আলমের নিজ ঘর থেকে গলায় ওড়না পেছানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়ায় অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়। সন্দেহের তীর ভেসে উঠে গত ১বছর আগে খুন হওয়া নুর ইসলাম হত্যা মামলার আসামীগংদের দিকে। নিহত পরিবারের লোকজনদের দাবী নুর আলমকে হত্যা করা হয়েছে এবং নুর ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে বিবাদীগংরা মিলে তাকে খুন করেছে, এমনটি জানান নিহত ব্যক্তির স্বজনরা। মৃত ব্যাক্তির স্বজনরা আরও জানান এরআগে একই বংশের ৩জন খুন হয়েছেন। আর এই মৃত্যু নিয়ে সৈয়দপুর গ্রামে একই বংশের ফোর মার্ডার যোগ হয়েছে।
এলাকার সাধারণ মানুষ জানতে চান গত ২৮জুলাই ২০২১ইং তারিখে কি হয়েছিল ব্যবসায়ী নুর আলমের বাড়িতে ? সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? যে কারনে ২৯জুলাই ভোর বেলা বোন সুলতানা ঘর থেকে বাহির হয়ে দেখেন নুর আলমের ঘরের দরজা খোলা এবং টিনের চাল কাটা। নুর আলমের ঘরে ডুকে দেখেন চালের বর্গার সাথে ওড়না দিয়ে পেছানো নুর আলমের লাশ, সেটাই এখন মুল রহস্য হয়ে দাড়িয়েছে। যার কারনে সৈয়দপুর গ্রামের মানুষের মধ্যে ভয় এবং আতংঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ও সচেতন মানুষের দাবী নুর আলমের মৃত্যুর রহস্য কবে জানতে পাবেন তারা, এটি হত্যা না আত্মহত্যা। পুলিশ প্রশাসনের অনুসন্ধাঁনে এবং ময়না তদন্তের সঠিক রিপোর্টএ বেড়িয়ে আসবে নুর আলমের মৃত্যুর চাঞ্চলকর রহস্য এমনটি দাবী সকলের।
এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান
প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মহত্যা, তবে ময়না তদন্তের রিপোর্টের পর যানা যাবে কি ভাবে ব্যবসায়ী নুর আলম মারা গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##
Leave a Reply