মোঃ আলাউদ্দিন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
‘তথ্য আমার অধিকার জানা আছে কি সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মী আব্দুল মান্নান আকন্দ, আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, মৎস্য অফিসার তরিকুল ইসলাম সাবু, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা, তথ্য কর্মকর্তা শিল্পী খাতুন, ইএসডিও’র এরিয়া ম্যানেজার বাবুল সরকার, সাংবাদিক সুদীপ্ত শামীম প্রমুখ। সভায় তথ্য নেয়া, দেয়া, তথ্য প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
Leave a Reply