মোঃ আলাউদ্দিন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিউট্রিশন সেল্স এজেন্টদের ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশনের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে দিনব্যাপী ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সঙ্গ প্রকল্পের পিএমএল লিড শরিফুল ইসলাম, সিনিয়র পি এমইএল অফিসার আব্দুল আওয়াল, টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম এবং উপজেলা সমন্বয়কারী সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে নিউট্রিশন সেলস্ এজেন্টদের ব্যবসা পরিচালনায় ডিজিটালাইজেশন করার জন্য তাদের দক্ষতার উন্নয়ন কর হয়। যাতে করে বর্তমান ই-কর্মাস প্লাটফরম ব্যবহারের মাধ্যেমে তারা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে পাশপাশি পুষ্টি সংক্রান্ত পণ্যের ক্রয় ও বিক্রয়ের তথ্য মোবাইল এনড্রয়ড এ্যাপের মাধ্যমে যথাযথ ভাবে সংগ্রহ এবং সংরক্ষণের মাধ্যমে ব্যবসায়ে সফল হতে পারে। প্রশিক্ষণ শেষে উপজেলার ৫ টি ইউনিয়নের ২০ জন অংশগ্রহণকারী নিউট্রিশন সেলস্ এজেন্টের মাঝে প্রকল্পের পক্ষ থেকে ১টি করে ট্যাবলেট বিতরণ করা হয়।
Leave a Reply