মোঃ আলাউদ্দিন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রয়াত পাঁচ সাংবাদিকের স্বরণ সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রয়াত গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সুন্দরগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ মিয়া, উপজেলা প্রেসক্লাব আহবায়ক রাশিদুল আলম চাঁদ, প্রবীণ সাংবাদিক আতাউর রহমান দুলাল, এটিএম আফছার আলীর স্বরণসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যন মাজেদা বেগম, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক শাহজান মিঞা, আব্দুল মান্নান আকন্দ, ইমান আলী মামুন, শাহ রেদওয়ানুর রহমান, এমদাদুল হক, রেজাউল ইসলাম, আনিছুর রহমান আগুন, আলাউদ্দিন মজুমদার শাহীন প্রমূখ। বক্তাগণ প্রয়াত পাঁচ সাংবাদিকের স্মৃতিচারণ করেন। পরে দোয়া পরিচালনা করেন শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম। দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply