আলাউদ্দিন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নিবার্চনে পৃথক ইউনিয়ন হতে স্বামী-স্ত্রী নিবার্চিত হয়েছে। বিষয়টি উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উপজেলার বেলকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা গোলজার হোসেন। দীর্ঘ ১৭ বছর পূর্বে উপজেলার দহবন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করে শ্বশুড় বাড়িতে রেখে দেন। গেল ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নিবার্চনে গোলজার হোসেন বেলকা ইউনিয়নের ৭নং ওয়ার্ড হতে সাধারণ সদস্য পদে এবং দহবন্দ ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদে শাহিদা বেগম নিবার্চন করে। নিবার্চনে উভয়ে নিবার্চিত হয়। দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বেলাল হোসেন জানান, গোলজার হোসেন বেলকার বাসিন্দা হলেও দহবন্দ ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। সে কারণে তার দ্বিতীয় স্ত্রী শাহিদা বেগম নিবার্চিত হয়েছেন। গোলজার হোসেন জানান, সব সময় মানুষের পাশে থাকার কারণে দুই ইউনিয়নবাসি আমাকে বেশ ভালবাসত। সে কারণে আমরা স্বামী-স্ত্রী নির্বাচিত হয়েছি। তিনি দুই ইউনিয়ন বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা দু’জনে জনগণের পাশে থাকতে এবং খেদমত করতে চান।
Leave a Reply