ইলিয়াস সরদার আরিয়ান, জেলা প্রতিনিধি,বাগেরহাট
পূর্ব সুন্দরবন থেকে চার জন হরিণ শিকারি আটক করা হয়েছে। শনিবার (১৪আগস্ট) রাত ৯টার দিকে বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন শুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা বনে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে বন বিভাগ।
শিকারিদের নৌকা তল্লাশি করে চারটি বস্তায় ভর্তি প্রায় চার হাজার ফুট নাইলনের দড়ির ফাঁদ, দুই বোতল কীটনাশক, দুটি ছুরিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
আটক শিকারিরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) ও বাঁদুড়তলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আব্দুল মান্নান জানান, কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা গোপন সংবাদের মাধ্যমে একদল হরিণ শিকারি বনে প্রবেশ করার তথ্য পান। পরে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বাহির শুকপাড়া খালে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ওই চার শিকারিকে আটক করা হয়। এসময় নৌকা তল্লাশি করে হরিণ শিকারের সরঞ্জাম পাওয়া যায়। আটক চার শিকারির নামে বন আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।।
Leave a Reply