সাতক্ষীরা সুন্দর বন প্রতিনিধিঃ বাঘের মুখ থেকে কেড়ে আনা হয়েছে গাবুরার মজিবর রহমানের মৃতদেহ। পশ্চিম সুন্দরবনের শ্যামনগর উপজেলার বৈকারি থেকেই উদ্ধার হয়েছে তাঁর মরদেহ। এক হাত আর একটি পা এরই মধ্যে চলে গেছে বাঘের পেটে। তবুও লাশটা পাওয়া গেছে। এটুকুই শান্তনা পরিবারের। উদ্ধার করেছে বন কর্তৃপক্ষ ও টাইগার গ্রুপ নামে এক সংগঠন।
বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে আনুষ্ঠানিকতা সেরে বাড়ি গাবুরায় পৌঁছালো মজিবরের মরদেহ। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়েগেছে, চারিদিকে শুধু কান্নার আওয়াজ।
এবার আর হাসিমুখে ফেরা হলোনা দরিদ্র কুঠিরে, হল না সন্তানদের শীতের কাপড় কেনার ওয়াদাপুরুন! অধরা থেকে গেল সন্তানদের ভবিষ্যত। আহা রে বনজীবীদের জীবন! পুরা পরিবারটি হতশায় ভুগছেন একদিকে দারিদ্র্যতার সাথে যুদ্ধ অপারটি স্বজন হারানোর বেদনায় অভিভাবক শুন্য পরিবারটি।
Leave a Reply