সুন্নি মুসলমানদের ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন কলকাতার খিদিরপুর খানকা শরীফের গদ্দীনশীন পীর আল্লামা সৈয়দ শাহ মাওলানা সাইফুদ্দিন আল কাদরী।। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বিষ্ণুপুরের অন্তর্গত গৌরীপুরে একটি সুন্নি মুসলিম দের জন্য ইসলামী আলোচনা সভার ডাক দেন। এই সভায় উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মাওলানা ও আলেম। সবমিলিয়ে যেন মাওলানা ও মৌলবী দের চাদের হাট বসেছিল। এই সভা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য হক ও ন্যায় এবং প্রকৃত শরীয়ত অনুসারে চলার জন্য অনুরোধ করেন। এই সুন্নি মুসলিম সম্প্রদায় মজলিস থেকে ইসলামী জ্ঞান ও হুজুর পাকের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এবং মুসলিম উম্মাহর জন্য কেমন ভাবে চলতে হবে তার ব্যাখ্যা দেওয়া হয়। এবং বড়পীর সাহেব আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহ জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং পীরের তরিকা অনুসারে চলার পথ দেখানো হয়। এই সভায় উপস্থিত ছিলেন ভারতের খ্যাতি মান আলেম ও পীর হজরত মাওলানা আল্লামা সৈয়দ মুহাম্মদ নুরানী মিষ্ঙা পীর উত্তর প্রদেশ। এবং এই সভায় সভাপতিত্ব করেন সুন্নি মুসলিম সম্প্রদায়ের খ্যাতি মান আন্তর্জাতিক পীর ও কলকাতার খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ হজরত আল্লামা মুহাম্মদ সাইফুদ্দিন আল কাদরী সাহেব।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
Leave a Reply