আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ
সরকারি ভাবে বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ থাকায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে অসুস্থ কুকুর। সেই সাথে ক্ষত-বিক্ষত অসুস্থ কুকুর ঘুরে বেড়াচ্ছে সর্বত্র জায়গায়।
ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ,দূষিত হচ্ছে পরিবেশ। যেন দেখার কেউ নেই। সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজার একটা জনবহুল ঐতিহ্যবাহী বাজার। আর এই বাজারেই দেখা যায় কিছু অসুস্থ পচন যুক্ত কুকুর।
যতই দিন যাচ্ছে,ততই বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা।
কে বা কারা ধারাঁলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করছে কুকুর গুলোকে, যার কারণে ক্ষত-বিক্ষত স্থান গুলোতে ধরছে পচন, ছড়াচ্ছে বিকট দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ।
কুকুর নিধন বন্ধ থাকার কারণে বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা।
পথচারী ও ব্যবসায়ীদের দাবী ক্ষত-বিক্ষত কুকুর গুলোকে চিকিৎসা দেয়া হউক। না হলে অসুস্থ কুকুরকে করা হউক নিধন।
Leave a Reply