কলারোয়া প্রতিনিধিঃ ২ সন্তানের জনক জাহাঙ্গীর হোসেন।পিতা আব্দুল লতিফ সং তরুলিয়া,স্কুল শিক্ষিকা মোছাঃ তহমিনা খাতুন (ময়না) পিতা তৌহিদুর রহমান সাং-বামন খালিকে নিয়ে পালিয়েছে। শিক্ষিকার স্বামি খোকন,দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিময়ের শ্যালোক বলে জানান এলকা বাসি। আরোও বলে ২০ বছরের সংসার জীবন ভেঙ্গে তছনছ করেদিল ব্যবসায়ী জাহাঙ্গীর। জাহাঙ্গীর । জাহাঙ্গীর শরস কাটি বাজারে রড,সিমেন্টের ব্যবসা করতেন আর কলারোয়া বেত্রবতী স্কুলে পাশে ভাড়া বাসায় থাকতেন ঐ একই বিল্ডিংয়ে শিক্ষিকা তার স্বামী কে নিয়ে। গোপনে গোপনে দীর্ঘ দিন পরকীয়া লিপ্ত ছিল জাহাঙ্গীর ও স্কুল শিক্ষিকা। অবশেষে ২ জন পাড়িদিলো অজানার উদ্দেশ্য। গত ১৩ জুলাই মঙ্গলবার রাতে থেকে খোঁজা খুঁজি হয় তাদের ২ জনকে আর পাওয়া যায় বলে ২ পরিবার সূত্র জানা যায়।
Leave a Reply