*মাকে ছেড়ে এসেছিলাম,,
শিক্ষা নিতে ঢাকায়।
মৃত্যু বুঝি লেখা ছিলো,,
ভাগ্য নামক চাকায়।
*বাবা-মায়ে কতো স্বপ্ন,,
দেখতো আমায় নিয়ে।
কেঁদে কেঁদে বুক ভাসাতো,,
আমায় বিদায় দিয়ে।
*স্বপ্ন ছিলো বড় হবো,,
মনে ছিলো বল।
স্বপ্নগুলো গুঁড়িয়ে দিলো,,
ঐ হায়েনার দল।
*সত্য কথা বলার ফলে,,
মৃত্যু হলো সাথী।
নিভে গেলো বাবা মায়ের,,
মনের আশার বাতি।
*সিসিটিভির ফুটেজ দেখে,,
পড়লো ধরা সবাই।
কষ্ট বুঝি কমে যেতো,,
করতো যদি জবাই।
*পিটিয়ে পিটিয়ে মারলো ওরা,,
যে যতক্ষন পারছে।
একটি স্টাম্প ভাঙার পরেও,,
আরেকটি দিয়ে মারছে।
*দেয়নি খেতে মায়ের দেয়া,,
গোস্ত রুটি খানি।
চাওয়ার পরেও পিশাচেরা,,
দেয়নি আমায় পানি।
*পা জড়িয়ে ধরছি তবু,,
গলেনি তো মন।
তাইতো তাদের ফাঁসির দাবি,,
করছে জনগণ।
*মাগো তুমি ধৈর্য ধরো,,
কেঁদোনা বারবার।
পরপারে সুখে আছে,,
তোমাদের আবরার।
Leave a Reply