গত ২০ আগষ্ট ২০২১ শ্রক্রবার বিকাল ৪টার সময় কচ্ছপিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফাক্রিরকাটা গ্রামে অবস্থিত আদর্শ গ্রাম তালিমুল কুরআন মাদ্রাসা হেফযখানা থেকে বাড়িতে আসার জন্য বাহির হলে ছেলেটি নিঁঁখোজ হয়ে যায়। দীর্ঘ এক মাস বিভিন্ন জায়গাতে খোঁজাখোঁজির পরে ও এখনো সন্ধান মেলেনি ছেলেটি খোঁজ পরিবারের দাবী।
তার নাম : নুর হোসেন
পিতা : নুরুল আলম
মাতা : রাশেদা বেগম
গ্রাম :০৬ নং ওয়ার্ড,নাপিতের চর,কচ্ছপিয়া ইউনিয়ন, রামু, কক্সবাজার।
কোন হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটিকে সন্ধান দিতে তাকে পরিবারে পক্ষ থেকে আকষর্ণী পুরষ্কার দেওয়া হবে। কেউ পেয়ে থাকলে নিচের নাম্বারে কল করুন।
তার বাবার নংঃ০১৮২৭০৪৪০১৫,
০১৮৩৯৬৫০২৯১
Leave a Reply