আব্দুল খালেক সুমন: বিশেষ প্রতিনিধি।
ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্য ও অসাম্প্রদায়িক চেতনার শ্লোগান নিয়ে সারাদেশের শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।
আসন্ন এই দূর্গোৎসবের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ও বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের। ও দেশবাসীর এবং গাজীপুর বাসী সর্বস্তরের জনসাধারন এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ডের পক্ষ থেকে দূর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য, টঙ্গী থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ নূরুল ইসলাম নূরু।
তিনি এসময় সংবাদ বার্তার মাধ্যমে উনার ওয়ার্ডের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকমীরা রাত জেগে পাহাড়া দেবে যাতে করে হিন্দধমালম্বীদের ধমের উপর কোন ধরনের আঘাত না আসে।
তিনি আরো বলেন যে, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড সহ প্রতিটি পূজা মন্ডপে যেন সকলে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজা উদযাপন করেন। এবং সেই সঙ্গে সবাইকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply