পদবী: হিসাব সহকারি/ মার্কেটিং সহকারী, কৌশল ও পরিকল্পনা বাস্তবায়ন (ফুলটাইম)
বিজ্ঞাপন (একটি মুকুল গ্রুপের প্রতিষ্ঠান)
কলারোয়া বাজার, কলারোয়া, সাতক্ষীরা।
আমরা কয়েকজন হিসাব সহকারি/ মার্কেটিং সহকারীর এর জন্য সক্রিয় গঠন পরিকল্পনা বাস্তবায়ন ও ব্যাবসায়িক ভূমিকায় সফল হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের আবেদনের অনুরোধ করছি। সম্ভাব্য প্রার্থীদের স্নাতক (হিসাববিজ্ঞান/ মার্কেটিং /ব্যবস্থাপনা) হওয়া উচিত। ইংরেজি ও বাংলায় দক্ষতা থাকতে হবে। একজন সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে ক্লায়েন্টয়ের সাথে ভালো সহযোগিতা করতে হবে।
সাধারণ দায়িত্ব:
আগ্রহী প্রার্থীরা অনুগ্রহ করে আপনার সিভি এই মেইলে প্রেরণ করুন।
mukulenterprise1@gmail.com
Leave a Reply