শেখ মোঃ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
হে মহামানব তুমি,
তুমি সৃষ্টির সেরা,
তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ মানব,
দিয়েছো আলোর দিশা,
হে মহামানব।
আজ এই দিনে পৃথিবীতে
তোমার আগমন,
তুমি ছাড়া আলোর প্রদীপ,
জ্বালবে না তো কেউ,
তাই এনেছো কুরআন তুমি,
তুমি শ্রেষ্ঠ মানবকূল।
তাই তো হে মহামানব,
চিনতে তোমায় করিনি ভূল,
হে প্রিয় রাসুল.(সঃ)
তুমি শ্রেষ্ঠ মুকুট।
Leave a Reply