মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম মাওলানা মোয়াজ্জেম হোসেন তার আপন চাচা কর্তৃক মিথ্যা অপবাদ থেকে মুক্তি পাওয়ায় যাদের প্রচেষ্টায় তিনি এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাওলানা মোয়াজ্জেম হোসেন পূর্বশিখা কে জানান, ১৯৫৪ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর যাবত তার চাচা আবদুল মজিদ তার বাবার ঘর ভিটা জবর-দখল করে রাখেন। পরবর্তীতে ১৯৯৪সালে মাওলানা মোয়াজ্জেম হোসেনের বাবার ঘর ভিটার ৭ডিসিম সম্পত্তি বুঝাইয়া দেন চাচা আবদুল মজিদ। এরপর ব্যক্তিগত ক্ষোভে ১৯৯৮ সালে মোয়াজ্জেম হোসেন কে মসজিদে তাবলিগের বয়ানরত অবস্থায় তার চাচা আবদুল মজিদ আক্রমন করেন। চাচা আবদুল মজিদ এই যাবতকাল সমাজে প্রচার করে আসছেন মাওলানা মোয়াজ্জেম হোসেন তার সম্পত্তি দখল করে রাখছেন এবং মিথ্যা প্রচার করে মোয়াজ্জেম হোসেন পরের হক খায়। দীর্ঘ ২২বছর পরে গত ১৭ আগস্ট ৪নং বদলকোট ইউনিয়ন গ্রাম আদালতে প্রমান হয় মাওলানা মোয়াজ্জেম হোসেন তার চাচার সম্পত্তি ভোগ দখল করে রাখেননি। গ্রাম আদালতের রায়ের কপি আজ মঙ্গলবার (৩১ আগস্ট) হাতে পেয়ে উভয় পক্ষ মেনে নিয়েছেন বলে জানান মোয়াজ্জেম হোসেন। মাওলানা মোয়াজ্জেম হোসেন বলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র নির্দেশে এবং চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, মাওলানা ওমর ফারুক ও আবু তৈয়ুবের সহযোগিতায় আমি দীর্ঘ ২২বছর ধরে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তি পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply