হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃদেশের টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকার বিনোদন সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)’ গত ২৭ বছর ধরে ট্রাব অ্যাওয়ার্ড প্রদান, প্রতিবন্ধিদেরকে হুইল চেয়ার প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সাংবাদিকদেরকে প্রশিক্ষণ, বিভিন্ন জাতীয় দিবস পালনসহ ব্যাপক কর্মসূচি করে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের গৌরবোজ্জ্বল মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিদায় লগ্নটিকে আমরা উৎসবমুখর করতে চাই। এ প্রয়াসেই আগামী ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার ঢাকার মিরপুরের প্রিয়াঙ্কা শুটিং জোনে দিনব্যাপী মুজিববর্ষ,বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে আলোচনা,বনভোজন, অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব’।অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।সভাপতিত্ব করবেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ এবং পরিচালনা করবেন ট্রাব সহ সভাপতি এমএম ইকবাল আলমগীর ।
Leave a Reply