(মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি কঠোর লকডাউনে পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমজীবী,মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন। নেই অনেকেরই কাজকর্ম। যেটুকু সঞ্চয় ছিল তাও বসে বসে খেয়ে শেষের পর্যায়ে পৌঁছেছে।
আগামীতে কিভাবে দিন পার করবেন এ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায় নিম্ন ও মধ্যআয়ের মানুষজন।
এমতবস্থায় ৩৩৩ তে কল দিয়ে খাদ্য সহায়তা চাওয়া উপজেলার ৮ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃশহীদুল হক।
এছাড়াও উপজেলার আরো ৮৪ জন শ্রমজীবী, অসহায় দুস্থ পরিবারের মধ্যে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
খাদ্য সহায়তার মধ্যে প্রত্যেক কে চালা, ডাল, আলু, চিনি ও তেল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান খাঁন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, ৮৪ জন অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আমরা কর্মহীন হয়েপরা দুস্থ ও অসহায়দের তালিকা প্রনয়ণ করে সবাইকেই খাদ্য সহায়তার আওতায় আনবো।
এছাড়াও তিনি সকলকে করোনা ভাইরাস থেকে বাচতে সরকারি নির্দেশনা মানতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান।
Leave a Reply