মেহেদী হাসান মাছুম, লক্ষ্মীপুর প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুরে গত ৬ মাসে ১৬০ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি করায় চিকিৎসক অন্তরা কর্মকারকে সংবর্ধনা দিয়েছেন মা ও শিশু হাসপাতাল লিঃ। শনিবার সন্ধায় হাসপাতেল একটি কক্ষে এ সংবর্ধনার আয়োজন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ফজলুল করিম, ম্যানেজিং ডিরেক্টর ওভি সঞ্জয় শাহা, ম্যানেজার তৈয়ব উল্লাহসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
ম্যানেজিং ডিরেক্টর ওভি সঞ্জয় শাহা জানান, ডাঃ অন্তরা কর্মকার এই হাসপাতালে বিগত ৬ মাস ধরে চিকিৎসা দিয়ে আসছেন। তিনি প্রসূতিবিদ্যা ও স্ত্রী রোগের অভিজ্ঞ চিকিৎসক। বর্তমানে যেখানে শতের মধ্য ৮০ ভাগ প্রসূতি মায়ের নরমাল ডেলিভারির চেয়ে সিজারেই বেশি হতে দেখা যায়। সেখানে ডাঃ অন্তরা কর্মকর্তার প্রচেষ্টায় বিগত ৬ মাসে আমাদের হাসপাতালে ১৬০ জন প্রসূতি মায়ের সিজার না করে নরমাল ডেলিভারি করা হয়েছে।
Leave a Reply