মারা গেলেন চিত্রনায়িকা সিলভী, অর্থের অভাবে চিকিৎসা হয়নি
ডেস্ক রিপোর্টঃ
চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বগুড়ার একটি হাসপাতালে তিনি মারা যান।
চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সিলভী বেশ কিছু দিন ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছিলেন। সপ্তাহখানেক আগে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন। সেখানে আইসিইউতে ছিলেন বেশ কয়েকদিন। সেখানে চিকিৎসার ব্যয়ভার চালাতে না পেরে চার দিন আগে ঢাকা থেকে তাকে নিজ শহর বগুড়ায় নিয়ে যাওয়া হয়।’
‘সেখানকার সরকারি হাসপাতালে ভর্তি করার পর, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান,’ বলেন তিনি।
সিলভীর মামা মাসুম বলেন, ‘টাকার অভাবে আমরা ঢাকায় তার চিকিৎসা করাতে পারি নাই। এজন্য তাকে বগুড়ায় নিয়ে আসতে হয়েছে। এখানে আনার চার দিনের মাথায় সে মারা গেল।’
Leave a Reply