কলারোয়া হাসপাতালের ডাক্তার আরএমও শফিকুল ইসলামহ করোনার ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন ডাক্তারা
কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরএমও শফিকুল ইসলামসহ ডাক্তারা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবেসেবা দিয়ে যাচ্ছে । সাথে সাথে দিয়ে যাচ্ছেন করোনা ভাইরাসের সচেতনতামূলক পরামর্শ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলাম জানান, হাসপাতালে আগের তুলনায় অনেক বেশি ডাক্তার আছে এবং সবাই আনাতরিক ভাবে সেবা দিচ্ছেন । সংকটময় মুহুর্তে সাধারণ রোগীর চিকিৎসা সেবা প্রদান করে আসছেন তারা। উপজেলার গ্রাম অঞ্চলের মানুষ সর্দি, কাশি, জ্বর হলেও করোনা রোগের আক্রান্তের ভয়ে আছে জনসাধারণ । এসকল রোগীদেরকে ডাক্তারগণ জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে । করোনার উপসর্গ থাকলে তাৎক্ষনিক ভাবে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। একই সাথে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দেয়া হয়। এই কাজ করার জন্য হাসপাতালে একটি টিম রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের এই সংকটময় মুহুর্তে ডাক্তারদের সুরক্ষা, নিরাপত্তার জন্য সু-দৃষ্টি কামনা করেন।
Leave a Reply