কলারোয়া প্রতিনিধি :
আপনার অধিকার আপনার দায়িত্ব’ এই প্রতিপাদ্যে সামনে রেখে কলারোয়া উপজেলার পৌরসদরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে জাতীয় সংগীত পরিবেশন, দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তার আসাদুজ্জামান চান্দু । এরপর উপজেলা চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালি করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তার আসাদুজ্জামান চান্দু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, কপাই এর সাধারণ সম্পাদক অ্যাডঃ কামাল রেজা,কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম এ সাজেদ,শিক্ষক মোঃ মনিরুজ্জামান শিক্ষক উৎপল শাহসহ প্রমুখ।
Leave a Reply