ডেস্ক রির্পোটঃ সুনামের সাথে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন( RAB)
দীর্ঘদিন ধরে বাংলাদেশে অপরাধী ও অপরাধ দমনে কাজ করে আসছেন। আন্তরিক ভাবে আমি চৌকস, ইনটেলিজেন্ট এই বাহিনীর সকল সৈনিক ও কর্মকর্তা ভাইদের কে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি।
আমি সরকার মহোদয়ের নিকট বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি, বাংলার আনাচে কানাচে হাজার হাজার শিক্ষিত, দেশ প্রেমিক মেধাবী মুখ পড়ে আছে। তাদের খুঁজে এনে এই বাহিনীতে নিয়োগ প্রদান করা হলে, সার্বিক ভাবে দেশের অপরাধ প্রবনতা জিরো তে নেমে আসতো।
আমরা বাংলাদেশে হাজারো নিম্ন মধ্যবিত্ত পরিবার, কতিপয় কিছু প্রতারক চক্রের হাতে নিজের অর্থ- সম্পদ খুইয়ে জিম্মি হয়ে হয়ে আছি। RAB এর গোয়েন্দা শাখা আমাদের ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর আর্জি আমলে নিয়ে, এই হাজার হাজার ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সহযোগিতায় এগিয়ে আসলে সরকার জনমনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে বিনীত ভাবে আর্জি পেশ করছি, আপনার শাসনামলে RAB এর সকল শাখায় জনসেবার জন্য একটি # প্রতারক শিকার কেন্দ্র #(Scammer Hunting Center)যেনো খোলা হয়। তাহলে জনগন তাদের সঠিক অভিযোগ গুলো তুলে ধরে ন্যায্য বিচার পেতেন,তাতে কুচক্রী মহল তখন কুচক্রের জাল ফেলতে ইতস্তত করতো।
তোফাজ্জল হোসেন।
প্রতিষ্ঠাতা সভাপতি
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটি।
Leave a Reply