নুরউল্লাহ হোসেন (সাতক্ষীরা ) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের সন্তান মোঃ নূরউদ্দিন হুসাইন মারুফ ,পরিচালিত ১ম সিনেমা। প্রদর্শনী হলে রাজশাহী ও ফরিদপুরে।
The Suicideসিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের বাস্তবতা তুলে ধরা এক শক্তিশালী ভাষা। “আত্মহত্যা” নামক এই শর্ট ফিল্মটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়—প্রতিটি আত্মহননের পেছনে থাকে একটি না-বলা গল্প, ভাঙা মন, আর অব্যক্ত কান্না।
এই সিনেমাটি আমাদের শিক্ষা দেয়—সহমর্মিতা, সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া কতটা জরুরি।
বর্তমানে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নানা সংকটে জর্জরিত এবং গুণগত গল্পের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি, শিল্পীদের ন্যায্য সম্মান না পাওয়া, আর নতুনদের জন্য অনুপ্রেরণাহীন পরিবেশ—এসব মিলেই গতি থেমে গেছে।
কিন্তু তরুণ নির্মাতারা যখন সাহস নিয়ে গল্প বলতে এগিয়ে আসে, তখন দরকার হয় বাস্তবসম্মত সহযোগিতা।
আমরা মনে করি, সরকারের উচিত তরুণ নির্মাতাদের জন্য নির্দিষ্ট অনুদান চালু করা, ফিল্ম মেকিং ট্রেনিংয়ের সুযোগ বাড়ানো, সিনেমার প্রচার ও প্রদর্শনের ক্ষেত্রে সহায়তা দেওয়া এবং মানসম্পন্ন কাজের জন্য কর ছাড় ও প্রণোদনা দেওয়া।
এই সহায়তাগুলো বাস্তবায়ন হলেই বাংলা চলচ্চিত্র হবে আরও শক্তিশালী, মানবিক এবং বিশ্বমানের।
Leave a Reply