কলারোয়া প্রতিনিধিঃ
“ফুটবলে করবো জয়, কলারোয়া হবে বিশ্বময়”- এই প্রতিপাদ্যে কলারোয়া পাবলিক ইনিস্টিউটের আয়োজনে ” ক,পা,ই,৮ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের” প্রস্তুতি চলছে জোর কদমে। এ লক্ষ্যে মোঃ রেজাউল করিম লাবলু ও মোঃ রমজান আহমেদ এর নেতৃত্বে মাঠ প্রস্তুতির সার্বিক কাজ চলছে। আগামী ৪ ঠা অক্টোবর থেকে কলারোয়া সরকারি জি, কে,এম,কে পাইলট হাইস্কুল মাঠে পর্দা উঠবে এই জমকালো আসরের। রবিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্ত্বে এবং নির্বাহী অফিসারের কার্যালয়ে ৮ দলের ড্র অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সভাপতি ও টূর্ণামেন্ট কমিটির আহবায়ক এ্যাডঃ মোঃ মিজানুর রহমান,কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আরো উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারণ সম্পাদক মোঃ আখলাকুর রহমান শেলী, সহ সভাপতি মোঃ মহিতুল ইসলাম শাকিক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান কাকন, শেখ বদিউজ্জামান, মোঃ রেজাউল করিম লাবলু, মোঃ রমজান আহমেদ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মোঃ ফারুক হোসেন স্বপন, মোঃ মাসউদ পারভেজ মিলন, মাসউদুল ইসলাম মাসুূদ, শাহাদাৎ হোসেন শ্যামল,সাহেব আলী, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এম,এ,সাজেদ, আরিফ মাহমুদ, সিয়াম হোসেন, রাসেল আহমেদ, মোঃ মোতূর্জা হাসান, আবু জাফর।
কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারণ সম্পাদক জানান, আগামী ৪ ঠা অক্টোবর শনিবার টূর্ণামেন্ট উদ্বোধন ঘোষণা করবেন সাতক্ষীরা -১ (তালা – কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
Leave a Reply