বরগুনা জেলা প্রতিনিধি আনিসুর রহমান টুলুর তথ্যচিত্রে বিস্তারিত
দেশের বিভিন্ন সরকারি দপ্তর সংস্কার হলেও, সংস্কার হয়নি বেতাগী হোসনাবাদ ভূমি অফিসে ।
ঘুষ দুর্নীতির আকরায় পরিণত হয়েছে বেতাগী হোসনাবাদ ভূমি অফিস। মোটা অংকের ঘুষের মাধ্যমে চলছে, মিউটেশন, দাখিলা। ভুক্তভোগীরা বলছেন, অফিস সহকারী থেকে শুরু করে সবাইকে দিতে হয় ঘুষের টাকা, না দিলে মিলব না সেবা হবে হয়রানি মাসের পর মাস । হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী দেলোয়ার হোসেন বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীদের জিম্মি করে, ভূমি অফিসের দেলোয়ার অভিনব কায়দায় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আর অনলাইনে ৫০ থেকে ১০০ টাকা লাগে মাত্র দাখিলায় ।
এ বিষয়ে বেতাগী ভূমি অফিসের সহকারী ভূমি কমিশনার বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সাংবাদিকদের জানান ।
দুর্নীতি অনিয়মের কথা জানতে চাইলে ভূমি অফিসের দেলোয়ার বলেন নিজের পকেটের টাকা দিয়ে কাজ করি। মিউটেশান করতে আসা একাধিক সূত্রে জানান ভূমি অফিসে বড় অংকের টাকা না দিলে কাজ করে দেন না আর খারাপ ব্যাবহার করে বর্তমান অফিস স্টাফ ও ভূমি অফিসার।। ভুক্তভোগীরা বলেন আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।।
Leave a Reply