প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তি দক্ষিণ এশিয়া প্রকল্পের ভারত, নেপাল ও বাংলাদেশ আন্ত:সীমান্ত শিশু যৌন পাচার এবং বেচে যাওয়া ব্যক্তিদের পুন:পাচর হ্রাস বিষয়ে জেলা পযায়ে যৌথ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) ২০২৫ সকাল ১০ টার দিকে রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত সাতক্ষীরার হোটেল টাইগার প্লাস এর সম্মেলন কক্ষে ওই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন-যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, জেলা মহিলা বিষয়ক এর উপ-পরিচালক নাজমুন নাহার (অতি দা:), সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রাইটস যশোরের মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের পোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply