মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬ টি দল অংশগ্রহণ করেন। ফাইনালে মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ এর মধ্যকার ফাইনাল টুর্নামেন্টে কুমিল্লা টু ফাইনাল খেলায় জয় লাভ করেন। বিজয় উল্লাসে মেতে উঠেন পুরো মাঠ প্রাঙ্গন। তবে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এতে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ বাংলা স্কুল এর পক্ষ থেকে ট্রফি এবং এক হাজার ইউরো অন্যদিকে রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ দল কে বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন ট্রফি এবং পাঁচশত ইউরো প্রদান করা হয় এবং ফাইনালে উত্তীর্ণ সকল প্লেয়ার কে ট্রফি এবং বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের বিশেষ সম্মাননা ক্রেস্ট সহ কার্যকরী কমিটির এবং সহযোগিতাকারি, খেলা পরিচালনা কমিটি ও কয়েকজন ইতালিয়ানদের কে ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে এবং আফাই আলী, নুরে আলম, আওলাদ হোসেন অন্তর যৌথ পরিচালনায় আগত অতিথিরা বক্তব্য রাখেন। সভাপতি বলেন এই গোল্ডকাপ টুর্নামেন্টের যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের কে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যেন ভবিষ্যতেও কমিউনিটির ব্যক্তিবর্গরা ভেনিস বাংলা স্কুলের পাশে থেকে সাহায্য করে যান তাহলে সামাজিক কর্মকান্ডকে আরো বেঘবান করা সম্ভব হবে।
ভেনিস বাংলা স্কুল এর প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী বলেন এই ফুটবল টুর্নামেন্টটি ১৪ তম আসর চলছে আমরা কমিউনিটি নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রতিবছর টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী বলেন দীর্ঘ তিনটি মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে খেলা পরিচালনা করেছেন পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply