মারুফ হুসাইন :
ধানদিয়া চৌরাস্তায় গড়ে ওঠা
বেগম খালেদা জিয়া কলেজটি তার হাত দিয়েই প্রতিষ্ঠিত
আজ সেখান থেকে প্রতিবছর শত শত ছাত্র-ছাত্রী
শিক্ষার আলো ছড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
এই বছরও ২০০র অধিক ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছেন উচ্চমাধ্যমিকে
একটা সময় এই অঞ্চলে রাস্তা ছিল না, ছিল না বিদ্যুৎ লাইন,
দূরত্বের কারণে অনেক ছেলে-মেয়ে ঝরে পড়তো শিক্ষা থেকে , হাবিবু ইসলাম সিদ্ধান্ত নিলেন এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করবেন।
সেই কলেজটি ওই অঞ্চলে এখন আলো ছড়াচ্ছে। কলেজটি
প্রতিষ্ঠা করার পর থেকে দিনের পর দিন স্থানীয় এলাকাগুলো উন্নত হতে শুরু করে। এখন বিদ্যুৎ রাস্তা বাজার ঘাট ও মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন সবকিছু মিলে ভালো একটি দিকে এগিয়ে যাচ্ছে ওই অঞ্চলের মানুষ।
আপনারা পাশে থাকলে আবারও তিনি সংসদ নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।
ধানের শীষের পক্ষে থাকুন
Leave a Reply